ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ইফতার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ এপ্রি ২০২২ ১০:০৪

সুরমাভিউ:-  পথচারী, দিনমজুর রোযাদারদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১শে এপ্রিল) বিকাল ৫টায় নগরীর নাগরিক চত্বর সুরমা মার্কেটের সামনে পথচারী ও দিনমজুর রোযাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আরাফাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমদ তপুর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান খান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আল ইসলাম, তথ্য  গবেষণা ও প্রচার সম্পাদক মো : শেখ সাদী, প্রকাশনা ও দফতর সম্পাদক হোসাইন আহমদ, অর্থ ও কল্যান সম্পাদক মো: শফিকুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মোবারক হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মো: সালাহ উদ্দীন, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান তামিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ