১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২০ এপ্রি ২০২২ ১১:০৪
নিউমার্কেটের দোকান কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংঘর্ষের পর নিউমার্কেট এলাকায় বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিউমার্কেট ও আশেপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে দেখা যায়, গতকাল রাস্তায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধ্বংসাবশেষ, ইট-পাটকেল এখনও রাস্তায় রয়েছে।
নিউমার্কেট এলাকা শান্ত দেখা গেছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে। তবে মার্কেটে দোকানপাট খোলেনি।
নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
এক ব্যবসায়ী বলেন, আমাদের দোকানপাট খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেননি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766