প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা কৃষকলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ এপ্রি ২০২২ ০৮:০৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা কৃষকলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুরমাভিউ:-  বাংলাদেশ কৃষকলীগের গৌরব সাফল্য ও ঐতিহ্যের ৫০ বছর পালন উপলক্ষে সিলেট জেলা কৃষকলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৯ এপ্রিল) মঙ্গলবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি খলকু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকির আহমদ শাহীন, যুক্তরাজ্য আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম. এ করিম।

অন্যানের‌্য মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, শামীম কবির, সাইয়ুম বকত, রফিকুল ইসলাম রফু, আংগুর মিয়া, ইমরান খান রায়হান, ডা: বাহার উদ্দিন, এডভোকেট মো: ইয়াহিয়া, সিরাজুর রহমান, খসরু নোমান, বদরুল আলম, এডভোকেট এম.এ রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ