১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ এপ্রি ২০২২ ১০:০৪
সংঘর্ষের জেরে নিউমার্কেট-ঢাকা কলেজ এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার পর থেকেই নিউমার্কেটসহ আশপাশ এলাকায় এ সেবা বন্ধ রয়েছে।
দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না বলে ওই এলাকায় অবস্থান করা একাধিক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকরা জানিয়েছেন।
বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন-বিটিআরসি সূত্রে জানা গেছে, পরিস্থিতি ঠিক রাখতে এবং কোনো গুজব যেন না ছড়ায় তাই সরকারের নির্দেশনা অনুযায়ী ওই এলাকার ইন্টারনেটের সেবা বন্ধ রাখা হয়েছে।
কথা কাটাকাটির জেরে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাতে দুপক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এরপর মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড়-সায়েন্সল্যাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। সর্বশেষ খবর অনুযায়ী ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766