খাদিমনগর থেকে খাদিমপাড়া ইউপিতে অন্তর্ভুক্তঃচা শ্রমিকদের প্রতিবাদ

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ এপ্রি ২০২২ ০৩:০৪

খাদিমনগর থেকে খাদিমপাড়া ইউপিতে অন্তর্ভুক্তঃচা শ্রমিকদের প্রতিবাদ

গত ১২ এপ্রিল সিমানা নির্ধারণ কর্মকর্তা কতৃক গন বিঞ্জপ্তির মাধ্যমে খাদিমনগর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড, কে বিচ্ছিন্ন ভাবে খাদিমনপাড়া ইউনিয়ন এর সাথে সংযুক্ত করার প্রতিবাদে আজ সকালে খাদিম চা বাগানে প্রতিবাদ সভা হয়েছে।

এ সময় বক্তারা বলেছেন ৩ নং খাদিম নগর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড চা বাগান অদ্যুষিত একটি ওয়ার্ড। এই ওয়ার্ডটিকে যেভাবে বিভাজন করে দুইটি ইউনিয়ন এর সাথে সংযুক্ত করা হয়েছে তাতে মনেহয় সরকারি ত্রাণের মাল হিসেবে বিতরণ করা হয়েছে। এমন বিভাজনের তিব্র নিন্দা জানাই। এই ওয়ার্ডে শান্তশিষ্ট, নির্ভেজাল ও নিরীহ প্রকৃতির চা শ্রমিক এবং খুদ্রনৃত্বাতিক জনগোষ্ঠীর লোকের বসবাস। এবং এরা একসাথে বসবাস করতে ভালোবাসে। তাদের বহুকালের সাংস্কৃতি সমাজ ব্যবস্তা অন্যান্য জনগোষ্ঠীর থেকে আলাদা।

 

এছারাও দীর্ঘবছর তিনটি চা বাগানের লোকজন তাদের প্রতিনিধি নির্বাচন, মতামতের গুরুত্ব,সাংকৃতিক চর্চা করার বিশাল সুযোগ ছিলো। হঠাত করে এই ওয়ার্ডকে বিভক্ত করে ছিন্ন বিচ্ছিন্ন করায় তাদের, মধ্য চরম অসন্তোষ, ভয়ভীতি, খুভের সৃষ্টি হয়েছে। তাদের উন্নয়নয়নের সকল সম্ভাবনা,এবং নাগরিক সুবিধা পেতে বিশাল বৈশ্যম্মের শিকার হবে বল সকলের ধারণা।

 

এবং বাগান বহির্ভূত সাংস্কৃতির সাথে মানিয়ে নেয়াটা তাদের পক্ষে খুবই কঠিন তাই সিমানা নির্ধারণ কর্মকর্তাগনের সুদৃষ্টি কামনা করে,শ্রমিকরা বলেন সিমানা নির্ধারণের নামে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিল না করে, তাদের মেলবন্ধনকে বিছিন্ন না করে তাদের জীবনমান উন্নয়ন বেগবান করতে উত্ত গন বিঞ্জপ্তি বাতিল পূর্বক পূর্বের ন্যায় এক ইউনিয়ন এবং এক ওয়ার্ডে রাখার দ্বাবি জানান।