৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৮ এপ্রি ২০২২ ০১:০৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টা ২০ মিনিটে মহাসড়কের তেলিখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মারা যান মোটরসাইকেল আরোহী ওমর আলী (৪৫)। তিনি তেলিখাল গ্রামের মৃত নজীর আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
পুলিশ জানায়, রোববার রাতে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত জায়গা থেকে ট্রাক্টর সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টরটি পাশের বাজারে রাখা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766