দোয়ারাবাজারে সরকারি নিষেধ অমান্য করে স্কুলে তালাবদ্ধ পালন হয়নি মুজিবনগর দিবস
প্রকাশিত:সোমবার, ১৮ এপ্রি ২০২২ ০৬:০৪
দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি:- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রশাসন পালন করলেও দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজে পালন করা হয়নি (১৭মার্চ) ঐতিহাসিক মুজিবনগর দিবস। সরেজমিনে গেলে প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকতে দেখাযায়। এতে স্থানীয় সচেতন মহল চরম ক্ষুব্ধ।
এ বিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ মুটোফোনে জানান, প্রঙ্গাপনের চিঠিটা বেশি আগে দেওয়া হয়েছে এ বলে কল কেটে দেন।
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া মুটোফোনে জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি কেন দিবসটি পালন করেননি এবিষয়ে অধ্যক্ষকর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।