ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর আজ এখনো তাঁর ফেরার অপেক্ষায় পরিবার

প্রকাশিত:রবিবার, ১৭ এপ্রি ২০২২ ০১:০৪

ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর আজ এখনো তাঁর ফেরার অপেক্ষায় পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি:-  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর আজ রবিবার। এ উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার প্রতিবাদ সভা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইলিয়াসের সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে বিলবোর্ড। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক আনসার।

উদীয়মান তরুণ রাজনীতিবিদ ইলিয়াসের নিখোঁজ হওয়ার কারণ আজও জানাতে পারেনি কেউ। অবশ্য সরকার তাঁকে গুম করে রেখেছে—এমন অভিযোগ করে আসছে বিএনপি। এখনো ইলিয়াসের পরিবারসহ উপজেলার অনেকে বিশ্বাস করে, ইলিয়াস একদিন ফিরে আসবেন। ইলিয়াসের খোঁজ পাওয়া গেছে—এমন ‘ব্রেকিং নিউজ’ টিভির পর্দায় দেখার জন্য অনেকেই অপেক্ষা করে।

একসময় বিশ্বনাথের রাজপথে জোরালো অবস্থান ছিল বিএনপির। ইলিয়াস নিখোঁজের পর এখন দলটির আগের অবস্থা নেই। উপজেলা বিএনপিতে দিন দিন বেড়েছে মতপার্থক্য, রেষারেষি।

ইলিয়াস নিখোঁজের দুই বছর পূর্তির এক দিন আগে তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনার অভিষেক হয় সিলেট বিএনপির রাজনীতিতে। পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছিল লুনাকে। এতে আনন্দিত হন ইলিয়াস অনুসারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ