মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডারের দোয়া ও ইফতার

প্রকাশিত:শনিবার, ১৬ এপ্রি ২০২২ ১০:০৪

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডারের দোয়া ও ইফতার

সুরমাভিউ:-  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) মো. মোবারক হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এর সেক্রেটারী অধ্যাপক কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, সহকারি পুলিশ সুপার মো. মুক্তাজুল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা সন্তান কমান্ডের সদস্য সিরাজুল ইসলাম সুরুকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জামান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, অধ্যাপক শামসুল ইসলাম, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সাজেন্ট (অব.) আবুল হোসেন, অধ্যাপক পান্না জান্নাত, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ শামিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি মো. জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এম এইচ বিশ্বাস পারভেজ, সদস্য আব্দুল কাদির, সিলেট জেলা যুব কমান্ড সভাপতি শেখ আলম, সহ সভাপতি মো. জামাল উদ্দিন, অরুন কান্তি কর প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ