মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ইফতার মাহফিল

প্রকাশিত:শনিবার, ১৬ এপ্রি ২০২২ ১০:০৪

সুরমাভিউ:-  সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে (১৬ এপ্রিল) শনিবার নগরীর কাকলী শপিং সেন্টারের ৬ষ্ঠ তলা তুরাব আলী কনফারেন্স হলে জল্লারপরস্থ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), টুরিস্ট পুলিশ সিলেট সাব-জোনের পরিদর্শক আখতার হোসেন, বিয়ানীবাজার খায়রুন নেছা মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল ও ক্লাবের উপদেষ্টা মাওলানা আব্দুস সহিদ, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া আহমদ।

ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মওদুদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য ও দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের মাস্টার ট্রেইনার ও হযরত শাহ্পরান (রহঃ) মাজার জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ।

অন্যানদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-মামুন, সহ-সভাপতি মকসুদুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল কবির, অফিস সম্পাদক আহমদ জাকি, প্রচার সম্পাদক শেখ জাবেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ওলিউর রহমান মাসুম, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন, আইন সম্পাদক শাহ্ রুম্মানুল হক, আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক রাহাত খান, নির্বাহী সদস্য মোঃ আবু হানিফা, সিনিয়র সদস্য তুরাব আলী, সদস্য ইলিয়াছ আলীসহ জল্লারপরস্থ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ