ছাতকে সড়ক দূর্ঘটনায় লেগুনা চালকের মৃত্যু

প্রকাশিত:শনিবার, ১৬ এপ্রি ২০২২ ০৯:০৪

ছাতকে সড়ক দূর্ঘটনায় লেগুনা চালকের মৃত্যু

ছাতক প্রতিনিধি:-  ছাতকে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন আব্দুস শহিদ (৪৫) নামের এক লেগুনা চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়।

আজ দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা-জাতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি বাসের সাথে বিপরীতগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় লেগুনা চালক আব্দুস শহিদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ সড়ক দূর্ঘটনায় আরো কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ