শাহজালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৫ এপ্রি ২০২২ ০৯:০৪

শাহজালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুরমাভিউ:-  শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট, দরগাহ গেইট ও সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বিকল্প পরিচালক মুহাম্মদ মাসুদ ও নুরুল ইসলাম নুরু।

বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশন বিভাগের প্রধান শামসুদ্দোহা শিমু, দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুব, সিলেট শাখার ব্যবস্থাপক মোঃ খুরশীদ আলম, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোদাব্বির আহমদ।

মূল আলোচক ছিলেন ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শরীয়াহ বিভাগের প্রধান মাওলানা ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আলিম ইন্ডাস্ট্রিজ এর ব্যাবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ