২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৫ এপ্রি ২০২২ ০৩:০৪
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডকে পার্শ্ববর্তী টুকেরবাজার ইউনিয়নে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে তারাবি নামাজের পর পরেই দুই ওয়ার্ডের বিক্ষুব্ধ সাধারণ জনগণ সমাবেশ করে অন্তর্ভুক্তির করার প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষদের আমল থেকে খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা হিসেবে বসবাস করে আসছি।বিগত কিছুদিন আগে সিলেট সিটি কর্পোরেশন পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রামগুলোকে সিটির আওতায় নিয়ে যায়।এরই অংশ হিসেবে টুকেরবাজার ইউনিয়নের মাত্র তিনটি ওয়ার্ড রেখে সবগুলি নিয়ে যায়।এমতাবস্থায় আমাদের ১ ও ২ নং ওয়ার্ড টুকেরবাজার ইউনিয়নের সাথে নিয়ে যাওয়ার জন্য গতকাল ডিসি অফিস থেকে গন বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের পূর্ব পুরুষদের মত খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা হিসেবে বসবাস করতে চাই।এলাকাবাসীর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান খচির উদ্দিন, মুহিবুর রহমান,আবুল কালাম,আয়াত উল্লাত উল্লাহ, সমশেদ আলী মনু,আতবুর রহমান, মখলিছুর রহমান,রফিক মিয়া,গোলাপ নূর,ফয়জুল হক,আব্দুল খালিক,রহিম উল্লাহ,সিদ্দেকুর রহমান, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, হাজি মোঃ সিকন্দর আলী( সভাপতি লাখাউরা পঞ্চায়েত কমিটি), মঈন উদ্দিন (বাঘমারা),মখরম আলী (লাখাউরা),ফারুক মিয়া( লাখাউরা), সাহেদ মিয়া(লাখাউরা),মহব্বত আলী,মুহিবুর রহমান হেলাল,মশাহিদ আলী (লাখাউরা),ইলিয়াস রহমান ( কালাইউরা)
গৌরাদেবনাথ, আব্দুল ওয়াহিদ ( বাঘাউরা),সুলতান মিয়া(বাঘাউরা),মাসুক মিয়া (কালাইউরা),আবদুল্লাহ আল মামুন (ইসলামপুর, বোরহান উদ্দিন ভান্ডারি(ইসলামপুর),আবুল কালাম (ইসলামপুর, আব্দুল লতিফ, মঈন উল্লাহ (বাঘমারা), নুর ইসলাম,সাদ উল্লাহ (বাঘমারা),নাসির উদ্দিন (কামারটিলা)
আব্দুল মানিক, সিরাজ মিয়া(কামারটিলা), মুসলেহ উদ্দিন,রাজু আহমেদ( লাখাউরা), শামিম আহমদ( লাখাউরা), আনোয়ার হোসেন(লাখাউরা),আব্দুল কাইয়ুম(লাখাউরা), মকছু মিয়া (লাখাউরা),বাদশা মিয়া( লাখাউরা), পারভেজ আহমদ (কালাইউরা),জুনেদ আহমদ ( কালাইউরা),রোমান মিয়া (কালাইউরা) রহমত আলী (কামারটিলা),সোয়াব আলী, কুদ্দুস আহমদ (ইসলামপুর),ইমরান,বশির মিয়া, আবুল মিয়া (লাখাউরা), রহমত মিয়া ( লাখাউরা, আরিফ আহমেদ (লাখাউরা),মামুন আহমেদ( লাখাউরা), নজরুল ইসলাম ( লাখাউরা,সজিব আহমদ( লাখাউরা), মতিন ( লাখাউরা), ইউনুছ মিয়া (লাখাউরা), আব্দুস শুকুর,ইউসুব মিয়া (লাখাউরা), মজুল মিয়া (ইসলাম পুর),রফিক মিয়া,প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766