শায়খে কৌড়িয়া রাহ.ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে রামাযান উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ এপ্রি ২০২২ ০৮:০৪

শায়খে কৌড়িয়া রাহ.ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে রামাযান উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সুরমাভিউ:-  উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রাহ.’র অন্যতম খলিফা, কায়িদুল উলামা হাফিজ মাওলানা শায়খ আব্দুল করীম শায়খে কৌড়িয়া রাহ.-এর নামে প্রতিষ্ঠিত ‘শায়খে কৌড়িয়া রাহ. ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে পবিত্র রামাযান উপলক্ষে সিলেট নগরীতে অসহায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর ‘মাদানি মঞ্জিল’ শায়খে কৌড়িয়া রাহ.’র চৌকিদেখিস্থ বাসবভনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় শায়খে কৌড়িয়া রাহ.’র পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট শামিম কবীর, হাফিজ মাওলানা শরীফ আহমদ, হাফিজ শাহ আদিব আহমদ, হাফিজ মাওলানা মারুফ আহমদ, হাফিজ আসরারুল হক, হাফিজ সাজিদুল হক প্রমুখ।
উল্লেখ্য, ‘শায়খে কৌড়িয়া রাহ. ওয়েলফেয়ার ট্রাস্ট’ মূলত যুক্তরাজ্য প্রবাসী শায়খে কৌড়িয়া রাহ.’র পরিবার-পরিজনদের মাধ্যমে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি চ্যারিটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ