নগরীর লালদিঘীরপাড় থেকে মোটর সাইকেল চুরি, থানায় জিডি

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ এপ্রি ২০২২ ১২:০৪

নগরীর লালদিঘীরপাড় থেকে মোটর সাইকেল চুরি, থানায় জিডি

সুরমাভিউ:-  সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ কেন্দ্রীয় জামে মসজিদের পাশ ও শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামন থেকে লাল রংয়ের একটি হিরো গ্লামার মোটর সাইকেল চুরি হয়েছে। এব্যাপারে গত ১৩ এপ্রিল সিলেট কোতোয়ারী মডেল থানায় সাধারণ ডায়রী করেন মোটর সাইকেলের মালিক শিব্বির আহমদ। জিডি নং ১২১৪।

জিডি সূত্রে জানা যায়, মোটর সাইকেলের মালিক শিব্বির আহমদ মোটর সাইকেলটি (লাল রংয়ের হিরো গ্লামার, রেজি নং সিলেট-হ-১৩৯৫৪৮, চেসিস নং গইখঔঅ০৬অঐঊএগ০০৬৭৬, ইঞ্জিন নং- ঔঅ০৬ঊএগ০৯৪০৩) তালাবদ্ধ করে বুধবার (১৩ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটের সময় মসজিদের ওয়াশরুমে প্রবেশ করেন। ৫ মিনিট পর ওয়াশরুম থেকে ফিরে তিনি দেখেন নির্ধারিত স্থানে মোটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখোজি করার পরও তিনি গাড়িটির কোন সন্ধান পান নি। পরে তিনি সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন।

কোন হৃদয়বান ব্যক্তি যদি মোটর সাইকেলটি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা ০৭১১ ২৪১০৪৫, ০১৩০৪-৯৮৫১৩৯ (শিব্বির আহমদ) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ