মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই ইলিয়াস উদ্দিন সোহেল ও এএসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ৭নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি ৮ শ ২০ গ্রাম গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত সুরঞ্জন বিশ্বাস শ্রীমঙ্গল থানার মতিগঞ্জ (ডিগাপাড়া) এলাকার বিক্রম বিশ্বাসের ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি ৮শ ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।