২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৩ এপ্রি ২০২২ ০৮:০৪
সুরমাভিউ:- ইজিবাইকসহ ব্যাটারিচালিত সকল যানবাহন মহাসড়ক ব্যতিত সারাদেশে সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় সিলেটে আনন্দ ও বিজয় মিছিল করেছে রিকশা, ব্যাটারি রিকশা- ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
বুধবার (১৩ এপ্রিল) সারাদেশে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে দুপুর আড়াইটায় আম্বরখানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ ও বিজয় মিছিল শুরু হয়ে নগরীরর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের মহানগর সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা আবু জাফর। সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের নেতা মন্জু আহমদ।
সমাবেশে কমরেড আবু জাফর মহামান্য সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, অবিলম্বে, ইজিবাইক সহ থ্রি হুইলার জাতীয় সকল যানবাহন চলাচলে সরকার প্রনিত নীতিমালা ২০২১ এর চুড়ান্ত ও কার্যকর করে ব্যাটারি চালিত সকল যানবাহনের বি আর টি এ কর্তৃক লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে।
তিনি মহাসড়কে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে পার্শ রোড নির্মাণ সহ সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে প্রনব জ্যোতি পাল বলেন, আজকের এই বিজয় সকল আন্দোলনকারী শ্রমিকদের বিজয়। এই বিজয়ে জন্য আমাদের সংগ্রাম পরিষদের নেতৃত্বে দীর্ঘ ৮ বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আন্দোলন করতে গিয়ে সারাদেশে সংগ্রাম পরিষদের নেতারা হামলা-মামলার শিকার হয়েছেন, জেল কেটেছেন।
তিনি বলেন, আগামী দিন লাইসেন্সসহ সকল অধিকার আদায়েরে জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলতে হবে এবং দাবি আদায়ের লড়াইয়ে সবার অংশগ্রহণ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, হারুন মিয়া, এমাদুল ইসলাম, শহিদুল আহমদ, শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, খোকন মিয়া, জলিল মিয়া, সাহেদ আহমদ, সাগর আহমদ. বেলাল মিয়া, ইয়াছিন আহমদ, অরুন দাস, সুরুজ আলী, দানেশ আহমদ, মানিক মিয়া, তাহের আলী, মাসুক মিয়া, দেলোয়ার আহমদ, শরিফ মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766