১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৩ এপ্রি ২০২২ ০৪:০৪
সুরমাভিউ:- সিলেট নগরীর বাগবাড়িতে মুজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিন কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলার তারাখান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এ কলোনিতে থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766