দ্বিতীয় মেয়াদে ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক সামাদ

প্রকাশিত:বুধবার, ১৩ এপ্রি ২০২২ ০১:০৪

দ্বিতীয় মেয়াদে ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আবারও একই পদে দায়িত্ব পেলেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ তাকে উপাচার্য পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ দেন।

উপ-উপাচার্য পদে নিয়োগের জন্য মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ।

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. মুহাম্মদ সামাদকে দ্বিতীয় মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো; (ক) উপ-উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন; (খ) উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির পূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপনার বাইরেও অধ্যাপক মুহাম্মদ সামাদ একজন একজন বিশিষ্ট কবি। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

এছাড়া বিভিন্ন মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০০৯-২০১২ সাল পর্যন্ত পরিচালক ছিলেন।

অধ্যাপক মুহাম্মদ সামাদ ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)এর উপাচার্য ছিলেন। তার শিক্ষকতার অভিজ্ঞতা সর্বমোট ৩৪ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে ২০০৫ এবং ২০০৯ সালে পর-পর দুইবার পাঠদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এর গবেষণা ফেলো ছিলেন।