গেলাপগঞ্জের বাঘায় তজম্মুল  আলী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ১৩ এপ্রি ২০২২ ১২:০৪

গেলাপগঞ্জের বাঘায় তজম্মুল  আলী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গ্রাম বড়বাড়িতে মাওলানা তজম্মুল আলী ট্রাস্টের উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।

তিনি বলেন, পবিত্র এই মাসে সমাজের বিত্তবানদের উচিত সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকা। সকলে মিলে এসব মানুষদের সহযোগিতা করলে সমাজ এগিয়ে যাবে। তজম্মুল আলী ট্রাস্টের এই মহত উদ্যোগকে তিনি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও কার্যক্রম চালিয়ে নেয়ার আহ্বান জানান।

মাওলানা তজম্মুল আলীর পুত্র মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং সুফিয়ান আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম কলিন, দিলোয়ার হোসেন দিলু, নাজমুল ইসলাম, হারিস আলী, মস্তফা আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ