৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১২ এপ্রি ২০২২ ০৮:০৪
ছাতক প্রতিনিধি:- ছাতকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহায়তায় এবং জাইকার অর্থায়নে স্বাস্থ্য খাতে সম্পৃক্ত ব্যক্তিদের কোভিড ১৯ ইনফেকশন প্রিভেনসন ও কনট্রোল এবং সচেতনতায় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষন শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিক মিয়া ও ডা. সুয়েব আহমদ।
বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক সত্যান্দ্র কুমার তালুকদার, জ্যোতিষ কান্তি দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পুলিন বিহারি দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চ মান সহকারী ও উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি অরুণ অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সসাংক শেখর দত্তসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766