ছাতকে জেএসএ কল্যাণ ট্র্রাষ্ট’র ইফতার

প্রকাশিত:মঙ্গলবার, ১২ এপ্রি ২০২২ ০৮:০৪

ছাতকে জেএসএ কল্যাণ ট্র্রাষ্ট’র ইফতার

ছাতক প্রতিনিধি:-  ছাতকে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা জেএসএ কল্যাণ ট্র্রাস্ট’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেএসএ কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকীর উদ্যোগে তার কৈতক গ্রামের নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে জাউয়া বাজার ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ মণিশংকর ভৌমিক, কৈতক জামে মসজিদ’র সাবেক মোতাওয়াল্লী আলহাজ্ব ইমান উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াজুল হক, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, স্থানীয় ফারুক আহমদ, সফিকুল হক মহাজন, ছাতক উপজেলা যুবলীগের ছায়াদুর রহমান ছাদ, নুরুজ্জামাল, ফয়জুল ইসলাম মকু, আছাব আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মোনাজাতের মাধ্যমে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।