২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১০ এপ্রি ২০২২ ১১:০৪
সুরমাভিউ:- বাংলাদেশ যুব মৈত্রীর ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ এপ্রিল) রোববার বিকাল ৪টায় দক্ষিণ সুরমাস্থ দাঊদপুর এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব মৈত্রী, সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকন্দার আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেকারদের কাজ দাও, নইলে বেকার ভাতা দাও, বেকারত্ব বৈষম্য, সাম্প্রদায়িকতা, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা যুব মৈত্রীর সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম দুলাল, সিলেট জেলা যুব মৈত্রীর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রীর সভাপতি আব্দুস শহীদ, জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ, জেলা যুব মৈত্রীর সদস্য ও বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক হেলাল আহমদ নাহিদ, দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফজর আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুব মৈত্রীর সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য হেলাল আহমদ, জেলা কমিটির সদস্য আলী আহমদ, শাহেদ আহমদ, শাহীন আলী, ওসমানী নগর উপজেলা যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক আফজাল উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুব মৈত্রীর সহ সভাপতি জাভেদ আহমদ, যুব মৈত্রী উপজেলা কমিটির নেতা শোয়েব আহমদ, ইলিয়াস আলী, শফিক আহমদ, হাবিবুর রহমান, সুলতান আহমদ, কবির আলী. আবু সুফিয়ান, আব্দুল আহাদ, রজব আলী, সানি মিয়া, মনির মিয়া, আব্দুল কাহহার, রায়হান মিয়া, দবির উদ্দিন, সিদ্দিক মিয়া, জোবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766