দোয়ারাবাজার থানার সার্ভিস ডেস্ক উদ্বোধন

প্রকাশিত:রবিবার, ১০ এপ্রি ২০২২ ০৩:০৪

দোয়ারাবাজার থানার সার্ভিস ডেস্ক উদ্বোধন
এনামুল কবির মুন্না দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-   সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের আইজিপি’র উদ্যোগে রোববার (১০ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ নির্মিত ঘর উপকারভোগীর কাছে হস্তান্তর করেন। এ সময় দোয়ারাবাজার থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানুষের বাড়িতে গৃহ পরিচারিকার মাছিমপুর গ্রামের গৃহহীন রহিমা বেগমকে দুঃখ-দুর্দশা দূর করতে জমিসহ একটি ঘর নির্মাণ করে দিয়েছে পুলিশ। ভার্চুয়ালি এ উদ্বোধনকালে দোয়ারাবাজার থানা হতে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার থানার অফিসার  ইনচার্জ (ওসি) দেব দুলালধরসহ অন‍্যান‍্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
পরে গৃহহীন রহিমা বেগমের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ভূমিকম্প টেকসই আধুনিক প্রযুক্তির সেমি পাকা ঘরের ভূমির দলিল এবং চাবি হস্তান্তর করেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান তানভীর আল আশরাফি চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  কামরুল ইসলাম প্রমুখ।