খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার, ১০ এপ্রি ২০২২ ১১:০৪

খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সুরমাভিউ:- “লোক দেখানো নয়, ঘরে ঘরে খাবার পৌছে দেয়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্য সামনে রেখেই দক্ষিণ সুরমার খতিরা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের ২৩০টি গরীব ও অসহায় পরিবারের মাঝেখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার বিকেল দক্ষিণ সুরমার খতিরা শাহী ঈদগাহ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান আহমেদ চৌধুরী সাজুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক রোমান আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য সুফি মিয়া, জুনেদুর রহমান চৌধুরী, এনামুর রহমান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির নেফুর মিয়া, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সিকদার, ৬নং লালাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মাহমুদ, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক সেবুল আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিউল আলম ফয়েজ, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সাধারণ সদস্যদের মধ্যে মিনহাজ আহমদ মাসুদ, আবু তায়েফ, বাছন আহমদ, সাফুয়ান আহমদ, মারুয়ান আহমদ, আলিম আলম রাসেল প্রমুখ।

উল্লেখ্য, প্রতি পরিবারের মধ্যে চাল ১৪ কেজি, আলু ৭ কেজি, পেঁয়াজ ৫ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি করে ২৩০টি পরিবারের মধ্যে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ