মিলাদের বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ দায়ের বিশ্বনাথে সাংবাদিকদের জরুরী সভা, নিন্দা

প্রকাশিত:শনিবার, ০৯ এপ্রি ২০২২ ০৫:০৪

মিলাদের বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ দায়ের বিশ্বনাথে সাংবাদিকদের জরুরী সভা, নিন্দা

বিশ্বনাথ প্রতিনিধি:-  এনটিভি ইউরোপ ও দৈনিক সিলেটের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি এবং বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদকে অভিযুক্ত করে সিলেটের আদালতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া কর্তৃক দায়েরকৃত অভিযোগের প্রতিবাদে বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মিজান। সভায় বিএনপি নেতা কর্তৃক আদালতে দায়ের করা অভিযোগে সাংবাদিক এমদাদুর রহমান মিলাদকে অভিযুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়া এ ঘটনায় সাংবাদিকদের পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার পুনঃরায় সভা আহবান করা হয়েছে।

দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় জরুরী সভায় অংশ নেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সাপ্তাহিক বিশ্বনাথবার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি তজম্মুল আলী রাজু, দৈনিক সমকাল ও চ্যানেল এস-ইউকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক যুগান্তর ও যুগভেরী প্রতিনিধি আশিক আলী, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট প্রতিনিধি শহিদুর রহমান, দৈনিক সিলেটের ডাক ও এনটিভি ইউরোপ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, দৈনিক সিলেটবাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, দৈনিক কালেরকণ্ঠ ও সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, দৈনিক সিলেটের দিনরাত প্রতিনিধি নুর উদ্দিন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জামাল মিয়া, দৈনিক যায়যায়দিন ও একাত্তরের কথা প্রতিনিধি কামাল মুন্না, দৈনিক ভোরের কুমিল্লা প্রতিনিধি মো.আবুল কাশেম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আবদুস সালাম, দৈনিক আজকালের খবর প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ