২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৯ এপ্রি ২০২২ ১২:০৪
ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকে বালুর নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুতে উপজেলাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।
গত বৃহষ্পতিবার বিকালে উপজেলার পৌর শহরের চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসক পুত্র রুবেল মিয়া ও একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র সামছুজ্জামান। আহত শ্রমিক জাকির হোসেন কুমারদানি গ্রামের আসমত আলীর পুত্র।
জানাযায়, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালু ভর্তি করার কাজে যায় শ্রমিক রুবেল মিয়া (২৬),সামছুজ্জামান (১৬) ও জাকির হোসেন (২১)। বালু নীচ থেকে কেটে-কেটে বেল্টে দিয়ে নৌকায় ভর্তি করার এক পর্যায়ে উঁচু বালুর স্টেক ভেঙে বালু ধ্বসে পড়ে বালুর নীচে চাপা পড়েন তিন শ্রমিক।
স্থানীয়রা আহত তিন শ্রমিককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বালু শ্রমিক রুবেল মিয়া ও সামছুজ্জামানকে মৃত ঘোষনা করা হয়। পর আহত জাকির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এব্যাপারে থানার ওসি মাহবুবুর রহমান দুই শ্রমিকের মৃত্যুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুটি লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766