ওসমানী মেডিকেল রোডে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ১ জন নিহত

প্রকাশিত:শনিবার, ০৯ এপ্রি ২০২২ ১১:০৪

ওসমানী মেডিকেল রোডে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ১ জন নিহত

সুরমাভিউ:-  সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ১ জন নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মেডিকেলের ৩নং গেইটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়েএকদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ জনকে আটক করেছে। নিহত ওই যুবকের নাম নাজিম উদ্দীন (১৯)। সে দরগা মহল্লার ৭৪ নং বাসার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় আবাসিক হোটেল বয়।

রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, এ ঘটনায় ১ জনকে আটক করেও এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ