মাকতাব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ০৮ এপ্রি ২০২২ ১০:০৪

মাকতাব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সুরমাভিউ:-  পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে মাকতাব ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাকতাব ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আইটি ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম ও আব্দুল্লাহ আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি’র প্রফেসার ড. শাহ আলম, তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নুমান সাদী, মাআদুল ইলমি ওয়াদ দাওয়া এর মুহতামিম হাফিজ মাওলানা মুফতি জুবায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাহমুদুল হোসেন সেজু, হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ডাক্তার শাহাদত হোসাইন, শাবিপ্রবি’র ইলেকট্রিকাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর হেড ড. প্রফেসর ইফতে খায়রুল আমিন, শাবিপ্রবি’র গনিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সালাহ উদ্দিন, শাবিপ্রবি’র আইপি ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি জমির উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ