টাঙ্গাইল জেলা সমিতি সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত:শুক্রবার, ০৮ এপ্রি ২০২২ ১১:০৪

টাঙ্গাইল জেলা সমিতি সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সুরমাভিউ:-  টাঙ্গাইল জেলা সমিতি সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূইয়া শামীম এর সভাপতিত্বে ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাম্মেল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রফিকুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডস এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুলতানুল বাহার, কৃষি গবেষণা ইন্সস্টিটিউটের পরিচালক মো. মাহদুদুল হাসান নজরুল, সিলেটের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার রওশন সিদ্দিকী, মো. আব্দুল হাই ছামিনী, বৃহত্তর ময়মসিংহ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ