সিলেটে আজ থেকে মাংস বিক্রি বন্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ এপ্রি ২০২২ ০৪:০৪

সিলেটে আজ থেকে মাংস বিক্রি বন্ধ

সুরমাভিউ:-  সিলেটে মাংস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দিয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে মাংস বিক্রি করবেন না তারা। বুধবার মধ্যরাতে জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

মাংস ব্যবসায়ী নেতারা জানান, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ সিলেট মহানগরী এলাকায় গরুর মাংস প্রতি কেজি ৬০০ ও ছাগলের মাংস প্রতি কেজি ৮৫০ টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু বা ছাগল কিনা অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে মাংস ব্যবসায়ীদের অনেক লোকসান হয়।

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির জরুরি বৈঠকে ঘোষণা করা হয় আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে সিলেট মহানগরীতে গরু ও ছাগলের মাংস বিক্রয় ধর্মঘটের ডাক দিয়েছেন।তাদের দাবি আদায় না হওয়া মাংস বিক্রি বন্ধ রাখবেন বলে জানান নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ