মরহুম কামরানের বাসায় হামলা মহানগর তাঁতী লীগের নিন্দা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ এপ্রি ২০২২ ০৪:০৪

মরহুম কামরানের বাসায় হামলা মহানগর তাঁতী লীগের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:-  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ মোঃআবুল হাসনাত বুলবুল।

এসময় নেতৃবৃন্দ বলেন সিলেটবাসীর প্রিয় নেতা নগরবাসীর প্রিয়মুখ মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা সিলেট নগরবাসীকে ব্যতিত করেছে, মরহুম বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ দিন এই সিলেটবাসীর সেবা করে গেছেন, মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় যারা হামলা করেছে তারা সিলেট নগর বাসীর হৃদয়ে আঘাত করেছে, কাজেই অতি দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ বুধবার ( ৬ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুরবাসীর মধ্যে সংঘর্ষের সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপারের বাসা।

এ সংক্রান্ত আরও সংবাদ