মক্কায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ এপ্রি ২০২২ ০৪:০৪

মক্কায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সংবর্ধনা

সেলিম আহমেদ, সৌদি আরব থেকে:-  কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ জনপদের উন্নয়নের মধ্য দিয়ে পৌরবাসীকে আলোকিত কুলাউড়া পৌরসভা উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য নৌকা মার্কা নিয়ে নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পালটে যাচ্ছে কুলাউড়া পৌরসভার চিত্র। বৃদ্ধি পেয়েছে নাগরিক সুবিধা। ফলে কিছুদিনের মধ্যে একটি উন্নত পৌড়সভা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। এজন্য উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত করতে পৌরবাসীর সার্বিক সহায়তা চেয়েছেন তিনি। গতকাল সৌদি আরব প্রবাসী মৌলভীবাজার জেলা প্রবাসী ফোরামের এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন কুলাউড়ার পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমেদের সভাপতিত্বে ও জিটিভির সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কুলাউড়া পৌরসাভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার সাইফুর রশীদ সুমন, গফরগাও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নবীন খান, সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী, সাবেক চেয়ারম্যান সাবির আহমেদ।

সভায় বক্তব্য দেন সাঈদ খোকন, সুজন আহমেদ, সুমন, নাজমুল, ইসহাক, রাজন, সোহাগ, মণির, এমদাদুল হক সহ আরো অনেকেই।

এ সংক্রান্ত আরও সংবাদ