বিয়ানীবাজারে জোরপূর্বক টিলা কেটে মসজিদের পুকুর ভরাটের অভিযোগ

প্রকাশিত:বুধবার, ০৬ এপ্রি ২০২২ ১০:০৪

বিয়ানীবাজারে জোরপূর্বক টিলা কেটে মসজিদের পুকুর ভরাটের অভিযোগ

সুরমাভিউ:-  বিয়ানীবাজার বাউরভাগ গ্রামের পুরাতন মসজিদের পুকুর গভীর রাতে পাশ্ববর্তী টিলা কেটে মাটি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। একটি অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাউরভাগ গ্রামের পূর্বপুরুষগণ অতীতকালে বাউরভাগ মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের পাশে একটি পুকুর খনন করেন। উক্ত মসজিদে আগত মুসল্লীগন মসজিদ সংলগ্ন পুকুরে গোসল ও ওযু করে থাকেন। মসজিদের মালিকাধীন পুকুরটি বর্তমান বিএস জরীপেও মসজিদের নামে রেকর্ড রয়েছে। কিন্তু এলাকার প্রভাবশালী একটি চক্র মসজিদের পুকুরটি স্থায়ীভাবে দখল করার জন্য তারা সংঘবদ্ধ হয়ে পাশ্ববর্তী টিলা কেটে উক্ত মসজিদের মালিকাধীন পুকুর ট্রাক্টর দিয়ে ভরাট করার কাজের অভিযোগ পাওয়া গেছে।

গত ৩ এপ্রিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুকুরটি ভরাট না করার জন্য প্রতিপক্ষের লোকজনদেরকে অনুরোধ জানালে তারা কোনো ধরণের কর্ণপাত না করে রাতের অন্ধকারে মসজিদের পুকুরটি ভরাটের কাজ চালিয়ে যায়। এব্যাপারে ঐ রাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি সাথে সাথে একদল পুলিশ পাঠিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করেন।

এলাকাবাসীর দাবী পুকুর ভরাট কার্যক্রম দ্রুত বন্ধ না হলে এলাকা যেকোন সময় শান্তি শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এব্যাপারে গত ৪ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বাউরভাগ এলাকাবাসীর পক্ষে মো. ফারুক উদ্দিন, মো. সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, হাসান আহমদ এক লিখিত অভিযোগ দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ