২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৬ এপ্রি ২০২২ ০১:০৪
ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটকের পর পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ সকাল এগারোটায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ করতে যান ইশরাক হোসেন। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় মতিঝিল থানা পুলিশ। রাজধানীতে একটি গাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মতিঝিল থানা থেকে এখন উনাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন মানবজমিনকে বলেন, গাড়ি পোড়ানোর পুরাতন একটি মামলার ইশরাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মতিঝিল থানা পুলিশ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766