দোয়ারাবাজারে চেলা নদীতে নিখোঁজের ২১ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
প্রকাশিত:বুধবার, ০৬ এপ্রি ২০২২ ০৪:০৪
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালুভর্তি নৌকাকাসহ মাঝি নানু মিয়ার (২৮) লাশ উদ্ধার। বুধবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রাম সংলগ্ন চেলা নদী থেকে নানু মিয়ার লাশ উদ্ধার করে সুনাগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নানু মিয়া পার্শ্ববর্তী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,নৌকার স্বত্বাধিকারী ও মাঝি নানু মিয়া মঙ্গলবার বিকাল ৪টার দিকে বালুভর্তি স্টিলবডি নৌকাসহ ছাতকের উদ্দেশ্য ভাটির দিকে যাচ্ছিলেন। এ সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে প্রবল স্রোত বইছিল। হঠাৎ অবস্থা বেগতিক দেখে নিজেদের সামলাতে না পেরে প্রাণ রক্ষার্থে নদীতে ঝাঁপিয়ে পড়েন সবাই। পরক্ষণে নানু মিয়া ছাড়া অন্য সবাই নদী সাঁতরিয়ে তীরে উঠেন। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার কোনোসন্ধান মেলেনি। ব্যর্থ হয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর পাঠালে বুধবার সকাল ৯ ঘটিকা থেকে ১১ টা পর্যন্ত চেলানদীতে দুই ঘন্টা অভিযান চালিয়ে ডুবুরি দল নানু মিয়ার লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে লাশ নানু মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।