দোয়ারাবাজারে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ তাজুল ইসলাম

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ এপ্রি ২০২২ ০৪:০৪

দোয়ারাবাজারে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ তাজুল ইসলাম
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে খাসিয়ামারা নদীতে তলিয়ে গেছে তাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
রোববার (৩ এপ্রিল ) দিনগত রাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত খাসিয়ামারা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তাজুল ইসলাম উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান, আমি সন্ধার পর বিষয়টি শুনেছি ভারত থেকে গরু আনাতে গিয়ে তাজুল ইসলামসহ ২০/২৫ জন, সবাই সাতার দিয়ে নাদীর তীরে এসেছে তখন প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তাজুল ইসলাম।
সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করে এখনো পাওয়া যায়নি। এবিষয়ে তাজুল ইসলামের স্ত্রী দোয়ারাবাজার থানায় জিডি করেছেনন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান,তাইজুল ইসলামের স্ত্রী মোছাঃ সাহেদা আক্তার তার স্বামী নিখোঁজ সংক্রান্ত দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়রীর আবেদন করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।