ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা করার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত:রবিবার, ০৩ এপ্রি ২০২২ ০৭:০৪

ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা করার দাবিতে স্মারকলিপি প্রদান

সুরমাভিউ:-  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা নির্ধারণ ও শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধ করার দুই দফা দাবিতে সিলেট মহানগর পুলিশের কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর কাছে স্মারকলিপি প্রদান করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রনব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের হারুন মিয়া, বেলাল হোসেন, জাকির হোসেন, শাহজাহান আহমদ, প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সারাদেশে প্রায় ৫০লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ আলোকে  সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। সরকার যখন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত প্রতিবন্ধকতার প্রেক্ষিতে আমাদের দাবি সমূহ:
সিলেট নগরীর ১০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের রেকার বিল পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করা। স্মারকলিপিতে উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নে মহানগর পুলিশ কমিশনারের সুচিশ্চিত, মানবিক, বিঞ্জান সম্মত সিদ্ধান্তে প্রত্যাশা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ