বিলপার যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট  টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৩ এপ্রি ২০২২ ০৭:০৪

বিলপার যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট  টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সুরমাভিউ:-  সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।

শনিবার (১লা মার্চ) রাতে সিলেট নগরীর বিলপার যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তরুণ সমাজসেবী ও ক্রীড়া সংগঠক শেখ মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর এস এন্ড এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ও ফুডলাভার রেস্তোরাঁর পরিচালক রাসেল আহমদ, সমাজসেবী ডা: শাহীন আহমদ, মো. জালাল উদ্দিন প্রমুখ। উক্ত খেলায় সুপার অবারে সন্তু একাদশকে হারিয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আকমল একাদশ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ