বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি কর্তৃক মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশিত:শনিবার, ০২ এপ্রি ২০২২ ১০:০৪

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি কর্তৃক মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

সুরমাভিউ:-  মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি ২এপ্রিল ২০২২ শনিবার বিকাল ৩ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

মহানগর কমিটির সভাপতি মো. মজির উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নাজমা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মহানগর কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল, সহ-সভাপতি কবির খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মো. কামরুল আনাম চৌধুরী, সিনিয়র সদস্য এডভোকেট মো. আজমল আলী।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এরপর মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি ডা: মোর্শেদ আহমেদ চৌধুরী শেখ মুজিবুর রহমানের খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীদের শোনান। তাদেরকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বইও পড়ার তাগিদ দেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সুস্থ দীর্ঘায়ু প্রার্থনা করেন। প্রধান অতিথি এসময় শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনকে চিকিৎসা বিষয়ে যেকোনো সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন। এমন আয়োজনের জন্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মাসুক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক চৌধুরী সোহেল, জয়নাল আহমদ চৌধুরী, বিপ্লব পুরকায়স্ত, তথ্য ও গবেষণা সম্পাদক পরিতোষ বাবলু, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন পারভেজ, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ওয়াহেদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. সাইফুর রহমান খন্দকার রানা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মিহির মোহন, সদস্য শহীদুল ইসলাম, লুৎফুন নাহার চৌধুরী শেলী।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডঃ দিলীপ কুমার কর, ডাঃ ফখর উদ্দিন, মোহাম্মদ আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান এহিয়া, বশারত আলী বাশার, মোঃ রুহুল আমিন, অপু দেব, অর্থ সম্পাদক সব্যসাচী দেবরায় (রাজু), শিক্ষা বিষয়ক সম্পাদক নৃপেশ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পলাশ সেনাপতি, প্রচার সম্পাদক সুবেন্দু শেখর পাল মিঠু, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল শর্মা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জবরুল আহমদ, বন ও পরিবেশ সম্পাদক মোঃ রিয়াজউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক প্রীতম কর্মকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য জালাল উদ্দিন আহমদ কয়েছ, তারেক মাহমুদ (রুমেল), সুমন চন্দ্র তালুকদার, এনাম আহমদ, কমল কান্তি রায়, শিব্বির আহমদ, সব্যসাচী তালুকদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ