২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০২ এপ্রি ২০২২ ১২:০৪
সুরমাভিউ:- রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর আর আই ডি ৩২৮২ আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, রোটারিয়ানরা মানুষের কল্যাণে কাজ করছে। রোটারী ইন্টারন্যাশনাল সারা বিশ্বের আনাচে কানাচে দূর্গত মানুষের পাশে দাঁড়াতে চায়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রোটারী ক্লাব গুলো সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি সিলেটের প্রবাসী ভাই-বোনদের মানুষের কল্যাণে রোটারী ক্লাব সমূহকে সহযোগিতা করার আহবান জানান।
আবু ফয়েজ খান চৌধুরী গতকাল শনিবার রাতে রোটারী ক্লাব অব সিলেট ডায়নামিক এর সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
নগরীর মিরাবাজারে একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব:) পিডিজি এম আতাউর রহমান পীর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, পাস্ট লেডী ফিরোজা রহমান, সাবেক চেয়ারম্যান এসিসট্যন্ট গভর্নর রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান মিজান, রোটারিয়ান পিপি কবির উদ্দিন।
ক্লাব প্রেসিডেন্ট ডাঃ মামুন আহমদের সভাপতিত্বে ও ডেপুটি গভর্নর ব্যাংকার নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান শহিদুল হাসান সেলিম। শুরুতে কোরান তেলাওয়াত করেন সাকিব আল হাসান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান আব্দুল মুহিত দিদার,পিপি কফিল উদ্দিন বাবলু, পিপি কামরুজ্জামান মাছুম, সাংবাদিক আমির উদ্দিন, রোটারিয়ান তানিয়া বেগম, রাইজিং স্টার ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান নাসরিন বেগম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান আহমদ, ভাইস প্রেসিডেন্ট লোকমান আহমদ, ক্লাব সেক্রেটারি জুলহাস উদ্দিন পলাশ, আলমগীর হোসাইন, ইমতিয়াজ আহমেদ, হোসাইন আহমদ, রুবেল আহমদ, লোকমান আহমদ, সোহেল আহমদ, আজমান আহমদ, তারেক আহমদ প্রমুখ।
এর আগে সিলেট ডায়নামিক এর গভর্নর অফিসিয়াল ভিজিট সম্পন্ন হয়। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766