নব নির্বাচিত জেলা বিএনপির নেতৃবৃন্দকে যুবদলের অভিনন্দন

প্রকাশিত:শনিবার, ০২ এপ্রি ২০২২ ০৫:০৪

নব নির্বাচিত জেলা বিএনপির নেতৃবৃন্দকে যুবদলের অভিনন্দন

সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতীষ্ঠা করতে সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দ রাজপথে বলিষ্ট ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার ১৮১৮ জন কাউন্সিলর যারা কাউন্সিলে অংশ নিয়ে ভোট দিয়ে তৃণমূলের নেতৃত্ব নির্বাচন করেছেন এবং দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে। এই কাউন্সিল এবং স্বচ্ছ ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রটি পরিস্ফুটিত হয়েছে এবং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। যারা নির্বাচিত হয়েছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাই মিলে সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন এটি তাদের কাছে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ