ছাতকের গোবিন্দগঞ্জে”আল্লাহ চত্বর”এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ০২ এপ্রি ২০২২ ১১:০৪

ছাতকের গোবিন্দগঞ্জে”আল্লাহ চত্বর”এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন

সুরমাভিউ:-  শুক্রবার গোবিন্দগঞ্জে”আল্লাহ চত্বর”এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ আব্দুস সালাম আল মাদানীর পরিচালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট কুদরত উল্লাহ মসজিদের খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ড.জামাল উদ্দিন, ড.সেলিম উদ্দিন, ড.আবু ইউসুফ, ড.ইসমাঈল হুসেন, ড.তাজ উদ্দিন, ড.কামরুল ইসলাম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুন্দর আলী, নবাব সিরাজ উদ্-দৌলার বংশধর নবাব আব্বাস উদ্-দৌলা প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গণ,আলেম-উলামা, সাংবাদিক-সাহিত্যিক গণ উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তাইয়্যিব সৎপুরী।

উল্লেখ্য গোবিন্দগঞ্জের”আল্লাহ চত্বর”টি নির্মাণের পরিকল্পনায় ছিলেন অধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুস সালাম আল-মাদানী আর বাস্তবায়নে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সকল দল-মতের মানুষের উপস্থিতিতে সমাবেশটি সার্বজনীন সমাবেশে রুপ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ