মাহে রামাদানের আগমন উপলক্ষে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল

প্রকাশিত:শুক্রবার, ০১ এপ্রি ২০২২ ০৫:০৪

মাহে রামাদানের আগমন উপলক্ষে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল

সুরমাভিউ:-  মাহে রামাদানের আগমন উপলক্ষে আজ ১ এপ্রিল, শুক্রবার, বাদ জুমআ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে স্বাগত মিছিল সম্পন্ন হয়েছে। মিছিলটি সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপশহর পয়েন্টে এসে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান। এ মাস পবিত্র কুরআন নাযিলের মাস। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে এই মাসকে কেন্দ্র করে পবিত্র কুরআন শিক্ষার সমারোহ তৈরি হয়। অভিভাবকগণ তাদের সন্তানদের পবিত্র কুরআনের সহীহ তিলাওয়াত শিক্ষাদানের জন্য এ মাসটিকেই বেছে নেন। প্রতি বছর পবিত্র কুরআন শরীফের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে গত দুই বছর শিক্ষাক্ষেত্রে ক্ষতিসাধনের অজুহাত দেখিয়ে এ বছর রামাদানে স্কুল-মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যহত রেখে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা হচ্ছে। এর প্রেক্ষিতে এ বছরও রামাদানে কুরআনুল কারীম শিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বক্তারা সরকারের প্রতি আহবান জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে জনগণ কষ্টে দিন কাটাচ্ছেন। রামাদানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীল পোস্টার ও বিলবোর্ড অপসারণ করার জন্য সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি, মাহে রামাদানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য আবুল কাশেম, সিলেট পূর্ব জেলার সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফী, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামছ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ