২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ এপ্রি ২০২২ ১০:০৪
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবদুল মুহিতের ইন্তেকাল ও দাফন সম্পন্ন হয়েছে।তিনি গত বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ——– রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র,তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নিজ এলাকা ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকুটে জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
জানাজা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল হান্নান, নায়েবে আমির, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জাহাঙ্গীর আহমদ চৌধুরী,মরহুমের চাচাতো ভাই ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নাজমুলইসলাম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল ইসমাইল উদ্দিন খান, প্রবীণ আলেম মাওলানা নাজির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন, সেক্রেটারি আব্দুল আজিজ জামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সলমান আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কৈলাশ শাহনুর আলিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক, প্রবীণ শিক্ষক মাস্টার নুরুল হক, ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসনেগীর, সাবেক ছাত্রনেতা কবির আহমদ প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766