বিশ্বনাথে দৈনিক ভোরের ডাকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ১০:০৩

বিশ্বনাথে দৈনিক ভোরের ডাকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্বনাথ প্রতিনিধি:-  কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘দৈনিক ভোরের ডাক’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

দৈনিক ভোরের ডাকের স্থানীয় প্রতিনিধি আহমদ আলী হিরণের আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ