২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩০ মার্চ ২০২২ ০৯:০৩
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথ ওসমানীনগরে চোরাইকৃত বৈদ্যুতিক তার, কাটার ও একটি পিকআপ গাড়িসহ দুই চুরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার বেগমপুর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার বাদেহস্থিদূর গ্রামের সমছু মিয়ার পুত্র সফু মিয়া (২২) ও নেত্রকুনা সদর এলাকার চল্লিশা গ্রামের মৃত আব্দুর সত্তারের পুত্র হৃদয় মিয়া (২০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ মার্চ রাতে বৈদ্যতিক তার চুরি করে ওসমানীনগর উপজেলার বেগমপুরে আত্মগোপন করে সফু ও হৃদয়। গোপন সংবাদের ভিত্ততে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বৈদ্যতিক তার, কাটার ও একটি পিকআপ গাড়ী জব্ধ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্বনাথ থানার এস আই রুমেল আহমদের কাছে আটককৃতদের হস্থান্তর করে ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন দুই চুর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাইকৃত মালামাল বিশ্বনাথ এলাকার। আটকৃতদের বিরুদ্ধে মামলা থাকায় তাদের বিশ্বনাথ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766