নগরীর পাঠানপাড়ায় হাসান জেবুলের মতবিনিময় সভা

প্রকাশিত:বুধবার, ৩০ মার্চ ২০২২ ০৮:০৩

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মুরব্বীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। আসন্ন নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থীতা ঘোষণার পর থেকে তিনি নগরীর বিভিন্ন এলাকায় প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিককতায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে পাঠানপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে উঠান বৈঠকের মাধ্যমে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত মুরব্বীরা তাঁকে সহযোগীতার আশ্বাস দেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন পাঠানপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মো. শাহেদ আলী ময়না, শামীম হোসেন খান, শাহেদ আরবী, মুস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, শমসের সিরাহ সুহেল প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করার ঘোষণা দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ