শ্রীমঙ্গলে হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল

প্রকাশিত:মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ০৭:০৩

শ্রীমঙ্গলে হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচে অংশগ্রহণ করে শ্রীমঙ্গল উপজেলা হুইল চেয়ার ক্রিকেট টিম ও ময়মনসিংহ হুইল চেয়ার ক্রিকেট টিম।

মঙ্গলবার বিকেলে ৪টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হলো হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করে।

জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হুইল চেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচের শুভ সূচনা হয়। খেলায় টসে জিতে শ্রীমঙ্গল ক্রিকেট দলের অধিনায় ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে করে ১০৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মোঃ জামাল।

ময়মনসিংহ ১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয়। শ্রীমঙ্গল ২০ রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল ক্রিকেট দলের মোঃ জামাল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশান) নয়ন কারকুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ক্রিকেট কোচ তাপস দত্ত।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও অন্যান্য অতিথিরা।

শ্রীমঙ্গল হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক আঃ ছাত্তার বিন বিল্লাল এর অধিনায়কত্বে দলের প্রতিটি খেলোয়ার সুন্দর খেলা উপহার দিয়ে দলকে জয়ী করায় দলের সবাইকে ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ