যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে কৃষিখাতে এগিয়ে নিতে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু- নাদেল

প্রকাশিত:সোমবার, ২৮ মার্চ ২০২২ ১১:০৩

যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে কৃষিখাতে এগিয়ে নিতে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু- নাদেল

সুরমাভিউ:-  ‘যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে কৃষিখাতে এগিয়ে নিতে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, কৃষক ও কৃষিবিদদের প্রচেষ্টায় আজ কৃষিখাতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও অনন্য স্বপ্নদর্শী নেতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি আরও বলেন, ‘এদেশে এখনও অনেকে বঙ্গবন্ধুর অবদানকে অবমূল্যায়ন করার দুঃসাহস দেখায়। কিন্তু তিনি যা করে গিয়েছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সেই কীর্তি থাকবে’।

সোমবার বিকাল ৪ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল গণি।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। অধ্যাপক ড. মোঃ আব্দুল গণি বলেন, ‘বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী যে বলা হয়, সেটা খুবই ভালভাবে প্রমাণিত। বিবিসির জরিপে সেরা বাঙ্গালীর তালিকায় সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী হিসেবে বঙ্গবন্ধুর নাম আসে’।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, অফিসার পরিষদের সভাপতি মোঃ আনিছুর রহমান, লেকচারার-এসিস্ট্যান্ট প্রফেসর সোসাইটির সভাপতি মোঃ নাজমুল আলম টিপু ও কর্মচারী পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ